Monday, November 8

নিয়ম বহির্ভূতভাবে ঋণ প্রদান: ৭ ব্রোকারেজ হাউজকে নোটিশ দিবে এসইসি

Bangla (November 9, 2010)

নিয়ম বহির্ভূতভাবে বিনিয়োগকারীদের ঋণ দেওয়ায় ডিএসইর সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের মালিকাধীন দুটিসহ সাত ব্রোকারেজ হাউজকে কারণ দর্শানোর নোটিশ দেবে এসইসি।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মনিটরিং বিভাগ প্রাথমিকভাবে সাত ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে নিয়ম না মানার তথ্য পেয়েছে।

অভিযোগ অনুসন্ধান করে শিগগিরই প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় এসইসি।

এসইসির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সেসব ব্রোকারেজ হাউজগুলোকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে সেগুলো হচ্ছে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমানের মিডওয়ে সিকিউরিটিজ, বর্তমান প্রেসিডেন্ট শাকিল রিজভীর শাকিল রিজভী স্টক লিমিটেড, ট্রাস্ট্রি অ্যাসোসিয়েট কোম্পানি লিমিটেড, জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল, মুনতাহা সিকিউরিটিজ, ইসপি সিকিউরিটিজ এবং পিকে সিকিউরিটিজ।

গত ২৮ সেপ্টেম্বর ঋণ বহির্ভূত কোম্পনিগুলোর শেয়ার গ্রাহকদের পোর্টফোলিও চায় এসইসি। এজন্য এসইসি স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে গত চার মাসের নেট ক্যাপিটেলের হিসাবও জমা দেওয়ার নির্দেশ দেয়।
 
পরবর্তীতে স্টক এক্সচেঞ্জের দেওয়া এসব তথ্য এসইসি পর্যালোচনা করে ওই সাতটি ব্রোকারেজ হাউজের ঋণ প্রদানে অনিয়ম ধরা পড়ে। এসইসির আইন অনুযায়ী কোনো ব্রোকারেজ হাউজ তাদের নেট ক্যাপিটেলের ২৫ শতাংশ পর্যন্ত গ্রাহকদের ঋণ প্রদান করতে পারে। কিন্তু সাত প্রতিষ্ঠান নির্ধারিত সীমার ওপরে ঋণ প্রদান করেছে।

রোববার এসইসির মনিটরিং বিভাগ এ অনিয়মের পুনরায় যাচাই ও প্রয়োজনীয় পদপে নিতে ইনফোর্সমেন্ট বিভাগকে দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment